• সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির রয়েছে ৬৭টি প্রাকৃতিক উপগ্রহ। এর মধ্যে চারটি বেশ বড়। এগুলাে হলাে আয়াে, ইউরােপা,ক্যালিস্টো ও গ্যানিমেড। এ উপগ্রহগুলােকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয়ে থাকে। ১৬০৯ থেকে ১৬১০ সালেরমধ্যবর্তী সময়ে ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এগুলাে আবিষ্কার করেন। তাঁর নামানুসারেই এগুলােকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয়।
• টেলিস্কোপের আবিষ্কারক লিপারশে আর এর উন্নয়ন ঘটিয়েছেন গ্যালিলিও। হান্স লিপারশে একজন চশমা নির্মাতা।