Solution
Correct Answer: Option B
আলো একবছর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এটি দূরত্বের একক। এক আলোকবর্ষ সমান 9.4607 × 1015 m (প্রায় 9.461 trillion Km)।
পারসেক ইংরেজি parsec (symbol: pc) হলো মহাজাগতিক দূরত্ব পরিমাপে ব্যবহৃত একটি একক। যেসব নক্ষত্রের লম্বন (parallax) ১ সেকেন্ড তাদের দূরত্ব ১ পারসেক। ১ পারসেক = ৩.২৬ আলোকবর্ষ।