কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত ?

A দেশান্তর

B গ্রামান্তর

C তেপান্তর

D লোকান্তর

Solution

Correct Answer: Option C

যে সমাসে পূর্বপদে থাকে সংখ্যাবাচক শব্দ ও পরপদে থাকে বিশেষ্য এবং পরপদ তথ বিশেষ্যটির অর্থ প্রাধান্য পায়, তাকে দ্বিগু সমাস বলে।
তেপান্তরের ব্যাসবাক্য- তিন বা তে প্রান্তরের সমাহার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions