কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত ?
A দেশান্তর
B গ্রামান্তর
C তেপান্তর
D লোকান্তর
Solution
Correct Answer: Option C
যে সমাসে পূর্বপদে থাকে সংখ্যাবাচক শব্দ ও পরপদে থাকে বিশেষ্য এবং পরপদ তথ বিশেষ্যটির অর্থ প্রাধান্য পায়, তাকে দ্বিগু সমাস বলে।
তেপান্তরের ব্যাসবাক্য- তিন বা তে প্রান্তরের সমাহার।