তৈরি পোশাক খাতে মোট রপ্তানির ৯০%-এর অধিক কোথায় বিক্রি হয়?
A ভারতে
B ইইউ বাজারে
C পাকিস্তানে
D চীনে
Solution
Correct Answer: Option B
- বাংলাদেশ প্রায় ৩০টি দেশে পোশাক রপ্তানি করে, তবে রপ্তানি মূলত যুক্তরাষ্ট্র ও ইইউ-এর বাজারে কেন্দ্রীভূত যা এই শিল্পের বড় দূর্বলতা।
অর্থাৎ মোট রপ্তানির ৯০%-এর অধিক যুক্তরাষ্ট্র ও ইইউ বাজারে বিক্রি হয়।