মাছকে পানির বাইরে আনা হলে মরে যায়,কারন-
A মাছ ফুলকার মাধ্যমে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহন করে
B মাছ পানিতে বাস করে
C মাছ ফুসফুসের মাধ্যমে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহন করে
D মাছ ফুসফুসের মাধ্যমে পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহন করে
Solution
Correct Answer: Option A
মাছ অক্সিজেন গ্রহন করে ফুলকা দিয়ে আর ফুলকা এমনভাবে তৈরি যে সেটি শুধু পানি থেকেই অক্সিজেন নিতে পারে,বাতাস থেকে নয়। (নবম-দশম শ্রেনীর সাধারন বিজ্ঞান বই এর ২য় অধ্যায় ৩৮ পৃষ্ঠা)