পানির pH=৭ এর বেশি হলে পানি কি প্রকৃতির হবে ?

A এসিডিক

B নিরপেক্ষ

C নোনা

D ক্ষারীয়

Solution

Correct Answer: Option D

pH হলো এমন একটি রাশি,যেটি দ্বারা বোঝা যায় পানি বা অন্য কোনো জলীয় দ্রবন এসিডিক,ক্ষারীয় না নিরপেক্ষ। pH মান ৭ হলো নিরপেক্ষ।এসিডিক হলে ৭ এর কম হয় ,আর ক্ষারীয় হলে ৭ এর বেশি হয়। (নবম-দশম শ্রেনীর সাধারন বিজ্ঞান বই এর ২য় অধ্যায় ৪০ পৃষ্ঠা)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions