কার নেতৃত্বে ফরায়েজী আন্দোলন 'সশস্ত্র সংগ্রামে' রূপ নেয়?
A পীর মুহসীনউদ্দীন আহমদ
B জালালউদ্দিন মোল্লা
C হাজী শরীয়তউল্লাহ
D মাওলানা কেরামত আলী
Solution
Correct Answer: Option A
- উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়তউল্লাহ ফরায়েজি আন্দোলনের সূত্রপাত করেন। এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিলো বৃহত্তর ফরিদপুর অঞ্চল। ১৮৪০ সালে হাজী শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ মুহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেনা।
- ফরায়েজী মতবাদকে ‘খারিজী’ ঘোষণা করেন— মাওলানা কেরামত আলী জৌনপুরী।
- দার-উল-হরব কথাটির অর্থ— বিধর্মীর রাজ্য/যে রাজ্য ইসলামী অনুশাসন দ্বারা পরিচালিত হয় না।
- দুদু মিয়ার আসল নাম 'পীর মুহসীনউদ্দীন আহমদ'।
- দুদু মিয়ার নেতৃত্বে ফরায়েজী আন্দোলন রূপ নেয় 'সশস্ত্র সংগ্রামে'।
- মক্কা যাওয়ার পথে দুদু মিয়া সাক্ষাৎ করেছিলেন 'বাংলার সংগ্রামী নেতা তিতুমীরের সাথে'।
- দুদু মিয়াকে সমাহিত করা হয় 'ঢাকার বংশালে '।
- জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী—এ উক্তি দুদু মিয়ার ।