কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Solution
Correct Answer: Option B
- কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে।
- গাণিতিকভাবে বলা যায়,
একক আয়তনের কোন বস্তুর ভর M হলে ঐ বস্তুর ঘনত্ব,
(P) = M/V
এখানে, P = ঘনত্ব, V = আয়তন, M = ভর।
- তাপমাত্রার পরিবর্তন হলে একই বস্তুর আয়তন পরিবর্তন হয়, তাই ঘনত্বেরও পরিবর্তন হয়। পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয় 4°c তাপমাত্রায়। 4°c থেকে তাপমাত্রা বাড়লেও পানির ঘনত্ব কমে যায়, 4c থেকে তাপমাত্রা কমলেও
পানির ঘনত্ব কমে যায়। কেবল 4ºc তাপমাত্রায় 1 ঘনমিটার পানির ভর 1000 কিলোগ্রাম হয়। তাই পানির ঘনত্ব 1000kgm-3 অথবা 1g/cm-3