কোন ভিটামিন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে -

A ভিটামিন সি

B ভিটামিন বি

C ভিটামিন বি২

D ভিটামিন কে

Solution

Correct Answer: Option A

ভিটামিন-সি শরীরে যেসব কাজ করে সেগুলো হলোঃ
১।ত্বক,হাড়,দাত ইত্যাদি কোষ সমূহকে পরস্পরের সাথে জোড়া লাগিয়ে মজবুত গাথুনি তৈরি করে।
২।শরীরের ক্ষত পুনর্গঠনের কাজে সাহায্য করে।
৩।দাত ও মাড়ি শক্ত করে।
৪।ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে।
৫।রোগ প্রতিরোধ করে ইত্যাদি ।
(নবম-দশম শ্রেণীর সাধারন বিজ্ঞান বই এর ১ম অধ্যায় ১০ পৃষ্টা)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions