'দংশঙ্কখত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে' - এই বাক্যে কি অর্থে অনুসর্গ ব্যবহৃত হয়েছে? 

A স্বল্পবিরতি অর্থে

B সক্ষমতা অর্থে

C সমসূত্র অর্থে

D বিরুদ্ধগামিতা অর্থে

Solution

Correct Answer: Option D

- রাজার পক্ষে সবকিছুই সম্ভব > সক্ষমতা অর্থে

- দংশঙ্কখত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে > বিরুদ্ধগামিতা অর্থে

- শত্রুর সহিত সন্ধি চাই না > সমসূত্র অর্থে,

- এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না > স্বল্পবিরতি অর্থে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions