Solution
Correct Answer: Option B
- শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের সহধর্মিনী পান্না কায়সার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর সাহিত্য 'হৃদয়ে বাংলাদেশ' (১৯৯৩)।
- এ গ্রন্থটি কেবল বালক-কিশোরের বীরত্ব ও বেদনার গল্প মাত্র নয়, মুক্তিযুদ্ধের জীবনসত্যেরই এ-এক প্রতিচ্ছবি।
তাঁর রচিত অন্যান্য সাহিত্যকর্ম:
- 'মুক্তিযুদ্ধ: আগে ও পরে' (১৯৯১),
- 'মুক্তি' (১৯৯২),
- 'নীলিমায় নীল' (১৯৯২),
- 'মানুষ' '১৯৯৪),
- 'তুমি কি কেবলি ছবি' (১৯৯৪),
- 'রাসেলের যুদ্ধযাত্রা' (১৯৯৪),
- 'অন্যরকম ভালোবাসা' (১৯৯৫),
- 'সুখ' (১৯৯৫) প্রভৃতি।