মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্পঃ
- একাত্তরের যীশু : শাহরিয়ার কবির।
- জন্ম যদি তব বঙ্গে : শওকত ওসমান।
- নামহীন গোত্রহীন : হাসান আজিজুল হক।
- মিলির হাতে স্টেনগান : আখতারুজ্জামান ইলিয়াস।
- বীরাঙ্গনার প্রেম : বিপ্রদাস বড়ুয়া।
একাত্তর নিয়ে নিয়ে অন্যান্য রচনাঃ
- একাত্তরের দিনগুলি(স্মৃতিচারণ): জাহানারা ইমাম।
- একাত্তরের ডায়েরী(স্মৃতিকথা): সুফিয়া কামাল।
- একাত্তরের বিজয়গাথা(উপন্যাস): মেজর রফিকুল ইসলাম।
- একাত্তরের যীশু(চলচিত্র): নাসিরউদ্দিন ইউসুফ।
- একাত্তরের চিঠি(পত্র সংকলন): গ্রামীনফোন-প্রথম আলো।