“একাত্তরের যীশু” গল্পটির রচয়িতা কে ?

A সৈয়দ শামসুল হক

B মামুনুর রশিদ

C সেলিম আল দীন

D শাহরিয়ার কবির

Solution

Correct Answer: Option D

মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্পঃ
- একাত্তরের যীশু : শাহরিয়ার কবির।
- জন্ম যদি তব বঙ্গে : শওকত ওসমান।
- নামহীন গোত্রহীন : হাসান আজিজুল হক।
- মিলির হাতে স্টেনগান : আখতারুজ্জামান ইলিয়াস।
- বীরাঙ্গনার প্রেম : বিপ্রদাস বড়ুয়া।

একাত্তর নিয়ে নিয়ে অন্যান্য রচনাঃ
- একাত্তরের দিনগুলি(স্মৃতিচারণ): জাহানারা ইমাম।
- একাত্তরের ডায়েরী(স্মৃতিকথা): সুফিয়া কামাল।
- একাত্তরের বিজয়গাথা(উপন্যাস): মেজর রফিকুল ইসলাম।
- একাত্তরের যীশু(চলচিত্র): নাসিরউদ্দিন ইউসুফ।
- একাত্তরের চিঠি(পত্র সংকলন): গ্রামীনফোন-প্রথম আলো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions