Solution
Correct Answer: Option C
- Ballad অর্থ গীতিকা।
- প্রাচীনকালে ইউরোপে নাচের সাথে যে কবিতা গীত হতো, তাকেই গীতিকা বলা হতো।
- এ সাহিত্যে সাধারণত কোন দৈব দুর্ঘটনা বা কোন বিয়োগান্ত প্রেমকাহিনীর বর্ণনা থাকে।
- বাংলাদেশে তিন ধরনের গীতিকা আছে।
যথা:
- নাথ গীতিকা,
- মৈমনসিংহ গীতিকা ও
- পূর্ববঙ্গ গীতিকা।