'ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা; - পঙক্তিটি কোন কবির রচনা ? 

A কাজী নজরুল ইসলাম

B সুফিয়া কামাল

C রবীন্দ্রনাথ ঠাকুর

D গোলাম মোস্তফা

Solution

Correct Answer: Option C

- ফরাসি দার্শনিক বার্গস-র তত্ত্ব প্রয়োগ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গতিতত্ত্ব বিষয়ক কাব্য 'বলাকা' (১৯১৬) এর অন্তর্ভুক্ত 'সবুজের অভিযান' কবিতার বিখ্যাত পঙ্ক্তি- 'ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা।'

- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ:
- 'সোনার তরী' (১৮৯৪);
- 'চিত্রা' (১৮৯৬);
- 'সেঁজুতি' (১৯৩৮)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions