'নানা নাতিকে চাঁদ দেখাচ্ছেন' এ বাক্যে কোনটি প্রযোজ্য কর্তা?
Solution
Correct Answer: Option A
- যে ক্রিয়া প্রযোজনা করে তাকে বলে প্রযোজক কর্তা এবং যাকে দিয়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় তাকে বলে প্রযোজ্য কর্তা।
- যেমন: নানা নাতিকে চাঁদ দেখাচ্ছেন।
- প্রদত্ত উদাহরণে 'নানা' প্রযোজক কর্তা, 'নাতি' প্রযোজ্য কর্তা, 'দেখাচ্ছে' প্রযোজক ক্রিয়া।