সমাস কত প্রকার?

A ৪ প্রকার

B ৫ প্রকার

C ৬ প্রকার

D ৭ প্রকার

Solution

Correct Answer: Option C

- সমাস প্রধানত ছয় প্রকার।
যথা:
- দ্বন্দ্ব সমাস,
- কর্মধারয় সমাস,
- তৎপুরুষ সমাস,
- বহুব্রীহি সমাস,
- দিগু সমাস ও
- অব্যয়ীভাব সমাস।

- তবে, নবম-দশম শ্রেণির নতুন ব্যাকরণে সমাসকে চারভাগে ভাগ করা হয়েছে।
যথা:
- দ্বন্দ্ব,
- কর্মধারয়,
- তৎপুরুষ ও
- বহুব্রীহি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions