The man was ___ for murder.
Solution
Correct Answer: Option C
- Hang শব্দটি দ্বারা ঝুলিয়ে রাখা বা ফাঁসিতে ঝুলানো উভয় অর্থই প্রদান করে।
- তবে কোনো কিছু দেয়ালে ঝুলানো অর্থে hang এর past participle হিসেবে hung এবং ফাঁসিতে ঝুলানো অর্থে hang এর past participle হিসেবে hanged বসে।
- The man was hanged for murder- লোকটিকে খুনের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল।