বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদ-আসলে ৫৫৮ টাকা হবে?
Solution
Correct Answer: Option A
আমরা জানি, সুদ-আসল, A= P(১+rn)
এখানে, সুদ-আসল= A
মুনাফা= I, সময়= n, আসল= P, সুদের হার= r
⟹ 558= 450(১+n x ৬/১০০)
⟹ ১+(৬n/১০০)= (৫৫৮/৪৫০)-১
⟹ (৬n/১০০)= (৫৫৮-৪৫০)
⟹ ৬n/১০০)= ১০৮/৪৫০
⟹ ৬n/১০০)= ৬/২৫
⟹ n= (৬/২৫)x(১০০/৬)
∴ n= ৪ বছর