‘হাজারী গুড়’ বাংলাদেশের কোন জেলার ঐতিহ্য ?
A যশোর
B রাজশাহী
C খুলনা
D মানিকগঞ্জ
Solution
Correct Answer: Option D
- মানিকগঞ্জ জেলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে হাজারী গুড়।
- ইতিহাস খ্যাত এই খেজুর গুড়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দু'হাতে গুঁড়ো করে ফুঁ দিলে তা ছাতুর মতো বাতাসে উড়ে যায়।
- মানিকগঞ্জের মিনহাজ উদ্দিন হাজারী নামে এক দক্ষ গাছির নামানুসারে এ গুড়ের নাম রাখা হয় হাজারী গুড়।