Solution
Correct Answer: Option A
মোস্তফা, হালী (১৯৪৭-২০০০) স্থপতি, লেখক। প্রাতিষ্ঠানিক নাম মোস্তফা হারুন কুদ্দুস। ১৯৭১ সালের ২৫ মার্চ পাক বাহিনী রাজারবাগে বিশ্রামরত নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালী পুলিশদের হত্যা করে তাদের উদ্দেশ্য এটা নিমার্ণ করা হয়। হালী মোস্তফার উল্লেখযোগ্য স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে তৃতীয় কলা ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (১৯৭১); শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ (১৯৭২); সামরিক প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর (১৯৭৪); সোর্সঃ বাংলাপিডিয়া ও বেসিক ভিউ।