Solution
Correct Answer: Option C
Deputation শব্দটির পারিভাষিক বাংলা অর্থ হলো – প্রেষণ।
- Deputation বলতে বোঝায় একজন কর্মচারীকে অস্থায়ীভাবে অন্য কোনো দপ্তর বা প্রতিষ্ঠানে কাজের জন্য প্রেরণ করা।
- বাংলায় এর পারিভাষিক রূপ হলো প্রেষণ।
অন্যান্য বিকল্পগুলোর অর্থ:
বিনিয়োগ → Investment
পরিদর্শন → Inspection
প্রতিনিধি → Representative