"চালনা' বন্দর কোন জেলায় অবস্থিত?

A সাতক্ষীরা

B খুলনা

C যশোর

D বাগেরহাট

Solution

Correct Answer: Option D

- চালনা খুলনা শহর থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বন্দরটি ১ ডিসেম্বর, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।

- এটি প্রথমে খুলনার চালনা তে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে বন্দরের জন্য প্রয়োজনীয় ভৌগলিক অবস্থান গত সুবিধার কারনে চালনা থেকে কিছুদুর সামনে মংলায় স্থানান্তরিত হয়।

- বর্তমানে এর নাম মোংলা বন্দর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions