কোনটি পদাত্মক দ্বিরুক্তির উদাহরণ?

A দিন দিন

B রোজ রোজ

C হাতে হাতে

D শুনসান

Solution

Correct Answer: Option C

একই বিভক্তি যুক্ত পদের পরপর দুবার ব্যবহারকে পদের দ্বিরুক্তি বা পদাত্মক দ্বিরুক্তি বলে।

১. দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে। যেমন- ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে। দেশে দেশে ধন্য ধন্য করতে লাগল। মনে মনে আমিও এ কথাই ভেবেছি।
২. পদের দ্বিরুক্তির ক্ষেত্রে দ্বিতীয় পদের আধুনিক ধ্বনিগত পরিবর্তন ঘটে, কিন্তু পদ বিভক্তি একইরকম অবিকৃত থাকে। যেমন- চোর হাতে নাতে ধরা পড়েছে। আমার সন্তান যেন দুধে ভাতে থাকে।

- এখানে 'হাতে হাতে' হচ্ছে পদাত্মক দ্বিরুক্তি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions