কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
Solution
Correct Answer: Option D
বলা হয়ে থাকে তুর্কি শাসন আমল বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। বাংলা সাহিত্যের ইতিহাসে এই সময়কালটি নিয়ে বিশিষ্ট গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। নিচে এর সঠিক ব্যাখ্যা দেওয়া হলো:
- বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে 'অন্ধকার যুগ' বা 'বন্ধ্যা যুগ' বলা হয়।
- এই সময়ে বাংলায় তুর্কি বা মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় এবং যুদ্ধ-বিগ্রহের কারণে সাহিত্যের চর্চা ব্যাহত হয় বলে ধারণা করা হয়।
- তবে অনেক আধুনিক গবেষক এই সময়কে পুরোপুরি অন্ধকারময় বলতে নারাজ, কারণ এই সময়েও কিছু সাহিত্য রচিত হয়েছিল।
- অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শনগুলো হলো রামাই পণ্ডিত রচিত 'শূন্যপুরাণ', হলায়ুধ মিশ্রের 'সেক শুভোদয়া' এবং ডাক ও খনার বচন।
- 'শূন্যপুরাণ' কাব্যটিতে গদ্য ও পদ্যের মিশ্রণ দেখা যায়, যা চম্পূকাব্য নামে পরিচিত এবং এতে বৌদ্ধধর্মের প্রভাব লক্ষ্য করা যায়।
- এছাড়া ১৩৫০ সালের পরবর্তী সময়ে রচিত 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের আবিষ্কার প্রমাণ করে যে, এই মধ্যবর্তী সময়েও বাংলা ভাষার ধারা প্রবাহমান ছিল।