The people who carry a coffin at a funeral are called?
A Undertakers
B Mourners
C Pallbearers
D Supporters
Solution
Correct Answer: Option C
- শেষকৃত্যের সময় যারা কফিন বা শবদেহ বহন করেন তাদেরকে 'Pallbearers' বলা হয়।
- শব্দটি এসেছে 'Pall' (কফিনের উপর আবৃত কাপড়) এবং 'Bearer' (বহনকারী) শব্দ দুটি থেকে।
- সাধারণত মৃতের আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুরা এই দায়িত্ব পালন করে থাকেন।
- Undertakers হলেন তারা যারা মৃতদেহের সৎকার বা দাফনের যাবতীয় ব্যবস্থা ও অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করেন।
- Mourners বলতে বোঝায় যারা মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করতে শেষকৃত্যে উপস্থিত থাকেন।