Solution
Correct Answer: Option C
- পটাশিয়াম একটি রাসায়নিক মৌল যার প্রতীক হলো K।
- এই প্রতীকটি বা সংকেতটি পটাশিয়ামের ল্যাটিন নাম 'ক্যালিয়াম' (Kalium) থেকে নেওয়া হয়েছে।
- পর্যায় সারণীতে এর পারমাণবিক সংখ্যা ১৯ এবং এটি একটি ক্ষার ধাতু (Alkali metal)।
- বিকল্প অপশনগুলোর মধ্যে 'Po' হলো পোলোনিয়াম মৌলের প্রতীক।
- 'Pt' হলো প্ল্যাটিনাম মৌলের প্রতীক।
- 'Ka' কোনো মৌলের প্রতীক নয়।