কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

A পায়ের আওয়াজ পাওয়া যায়

B একাত্তরের দিনগুলি

C চিলেকোঠার সেপাই

D আগুনের পরশমণি

Solution

Correct Answer: Option D

● হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি' (১৯৮৬)। ঢাকায় গেরিলা অপারেশন, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী চরিত্রের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চিত্র উপস্থাপিত হয়েছে এ উপন্যাসে।

● আখতারুজ্জামান ইলিয়াস কর্তৃক উনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস ‘চিলেকোঠার সেপাই' (১৯৮৭)।

● সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়' (১৯৭৬)।

● 'শহিদ জননী জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক দিনলিপি ‘একাত্তরের দিনগুলি' (১৯৮৬)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions