আয়তনে পৃথিবীর বৃহত্তম ‘গালফ’ কোনটি?
A ওমান
B বঙ্গোপসাগর
C হাডসন
D মেক্সিকো
Solution
Correct Answer: Option D
তিনদিকে স্থল দ্বারা পরিবেষ্টিত এবং একদিকে জল তাকে উপসাগর বলে। উপসাগর ২ প্রকার ঃ
১) বে ঃ হচ্ছে ৩ দিকে স্থল বিশিষ্ট জলরাশি। ২) গালফ হচ্ছে প্রায় ৪ দিক স্থল বিশিষ্ট জলরাশি।