বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ -
A কৃপার শাস্ত্রের অর্থভেদ
B মঙ্গল সমাচার
C কথোপকথন
D রাজা প্রতাপাদিত্য চরিত্র
Solution
Correct Answer: Option A
- বাংলা কথ্য ভাষার আদি নিদর্শন 'কৃপার শাস্ত্রের অর্থভেদ' ।
- গ্রন্থটি ১৭৪৩ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরফে প্রকাশিত হয় ।
- এটি ১৭৩৫ সালে গাজীপুরের ভাওয়ালে অবস্থানকালে লেখা হয়েছে বলে এর ভূমিকায় উল্লেখ করা হয় ।