‘আমরা নির্ভয়ে গুহায় ঢুকলাম।’- বাক্যে ‘নির্ভয়ে’ কোন পদ?
A যোজক
B ক্রিয়াবিশেষণ
C আবেগ
D ক্রিয়া
Solution
Correct Answer: Option B
ধরনবাচক ক্রিয়াবিশেষণ: কোনো কাজ কীভাবে সম্পন্ন হয়, ধরনবাচক ক্রিয়াবিশেষণ তা নির্দেশ করে। উদাহরণ:
- টিপ টিপ বৃষ্টি পড়ছে।
- ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না।
- আমরা নির্ভয়ে গুহায় ঢুকলাম।
- সে দ্রুত দৌড়াতে পারে।