৬০ লিটারে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৩ : ৭ হবে?
Solution
Correct Answer: Option B
৬০ লিটার মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৬০ এর ৭/(৭+৩) লিটার
= ৪২ লিটার
∴ ৬০ লিটার মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/(৭+৩) লিটার
= ১৮ লিটার
ধরি, মিশ্রণে x লিটার পেট্রোল মেশাতে হবে ।
তাহলে,
৪২ ⦂ (১৮ + x) = ৩ ⦂ ৭
বা, ৪২ /(১৮ + x) = ৩/৭
বা, ২৯৪ = ৩x + ৫৪
বা, ৩x = ২৪০
∴ x = ৮০
সুতরাং, ৮০ লিটার পেট্রোল মেশাতে হবে।