একটি নল দ্বারা ১২ মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। অপর একটি নল দ্বারা ১ মিনিটে তা থেকে ১৫ লিটার পানি বের হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় ২টি নল একসঙ্গে খুলে দিলে ৪৮ মিনিটে পূর্ণ হয়। চৌব্বাচাটিতে কত লিটার পানি ধরে?
A ২২০ লিটার
B ২৪০ লিটার
C ২২৫ লিটার
D ২৭২ লিটার
Solution
Correct Answer: Option B