রুটির ছত্রাক বলা হয় কোনটিকে?
A ইস্ট
B মাশরুম
C মিউকর
D ব্যাকটেরিয়া
Solution
Correct Answer: Option C
মিউকর এক ধরনের ছত্রাক । যা সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ । এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত এবং কোষে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন । মিউকর ক্লোরোফিলবিহীন পরভোজী বা মৃতজীবী উদ্ভিদ । মিউকরকে রুটির ছত্রাক বলে।