Solution
Correct Answer: Option C
- মহীসোপানের শেষসীমা থেকে ভূ-ভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সঙ্গে মিশে যাওয়াকে বলে- মহীঢাল
- মহীঢালের গভীরতা- ২০০ থেকে ৩০০০ মিটার
- মহীঢালের গড় প্রশস্ত— প্রায় ১৬ থেকে ৩২ কি.মি.
- অপ্রশস্ত ও অসমান উপরিভাগ
- ভূমি— বন্ধুর প্রকৃতির