- সাধারণত তাপ প্রয়োগে পদার্থ প্রসারিত হয়, কিন্তু পানির ক্ষেত্রে 4°C তাপমাত্রা পর্যন্ত এর সংকোচন ঘটে।
- এটি পানির ব্যতিক্রমধর্মী প্রসারণ।
- পানির তাপমাত্রা বাড়তে থাকলে 4°C পর্যন্ত এর আয়তন কমবে এবং তাপমাত্রা আরো বাড়তে থাকলে আয়তন স্বাভাবিক নিয়মে বাড়তে থাকবে।
- 4°C তাপমাত্রায় পানির ঘনত্ব বেশি