'ভিক্ষা দাও আসিলে ভিক্ষুক।'- কোন কারকের উদাহরণ?
A কর্ম
B সম্প্রদান
C অধিকরণ
D অপাদান
Solution
Correct Answer: Option B
স্বত্ব ত্যাগ করে কোনো কিছু দান, অর্চনা ও সাহায্য করাকে সম্প্রদান কারক বলে। এখানে ভিক্ষা দেওয়ার কথা ব্যক্ত করা হয়েছে।
- "ভিক্ষা দাও আসিলে ভিক্ষুক" সম্প্রদান কারক।