'অ' বর্ণের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

A পূর্ণমাত্রার বর্ণ

B অর্ধমাত্রার বর্ণ

C নিলীন বর্ণ

D স্বরবর্ণ

Solution

Correct Answer: Option B

'অ' একটি পূর্ণমাত্রার বর্ণ, স্বরবর্ণ এবং নিলীন বর্ণ

- নিলীন অর্থ বিলীন বা নিমগ্ন থাকা ।
- ‘অ’ যখন কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত থাকে তখন তা ঐ ব্যঞ্জনের ভেতরে বিলীন/একাকার হয়ে থাকে, অর্থাৎ কোনো physical Existence থাকে না, তাই ‘অ’ কে নিলীণ বর্ণ বলা হয়।
- যেমনঃ ক=ক+অ; খ=খ+অ; কল=ক+অ+ল; কল্=ক+অ+ল।

মাত্রার উপর ভিত্তি করে বর্ণের সংখ্যা-

-মাত্রাহীন [ ১০ টি ]   -স্বরবর্ণ : এ, ঐ,ও, ঔ : (৪ টি)  - ব্যঞ্জনবর্ণ : ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ (৬ টি) 

-অর্ধমাত্রা  [ ৮ টি ]   -স্বরবর্ণ : ঋ (১ টি)- ব্যঞ্জনবর্ণ : খ, গ, ণ, থ, ধ, প, শ (৭ টি) 

-পূর্ণমাত্রা  [ ৩২টি ]  -স্বরবর্ণ : , আ, ই, ঈ, উ, ঊ (৬ টি)-ব্যঞ্জনবর্ণ : ২৬ টি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions