ফটোপিরিওডিজম এর উপর ভিত্তি করে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়? 

A ২ 

B ৩ 

C ৪ 

D ৫ 

Solution

Correct Answer: Option B

- উদ্ভিদের ফুল ধারনের উপর দিবালোকের দৈর্ঘ্যের প্রভাবকে ফটোপিরিওডিজম বলে।
- ফটোপিরিওডিজম এর উপর ভিত্তি করে উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১। ছোট দিনের উদ্ভিদ (সয়াবিন,আলু,ইক্ষু,শিম,তামাক,পাট ইত্যাদি )
২। বড়দিনের উদ্ভিদ (ঝিঙ্গা,লেটুস,পালংশাক,আফিম,যব)
৩। দিন নিরপেক্ষ উদ্ভিদ (সূর্যমূখী ,টমেটো,শসা,কার্পাস ইত্যাদি)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions