(;) ব্রাকেটবদ্ধ বিরাম চিহ্নটিকে কি বলে ?

A কমা

B কোলন

C সেমিকোলন

D বিস্ময় চিহ্ন

Solution

Correct Answer: Option C

বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যে আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য-গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তা -ই যতি বা ছেদচিহ্ন।

সেমিকোলন (;) এর বিরতিকাল ১ (এক) বলার সময়।
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions