Solution
Correct Answer: Option D
বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রীন হাউস গ্যাস বলে।এটি গ্রীনহাউস প্রভাবের মৌলিক কারণ।[১] যেসকল গ্রীন হাউস গ্যাস পৃথিবীর বায়ুমন্ডলে প্রচুর পরিমানে পাওয়া যায়ঃ
জলীয় বাষ্প (H
2O)
কার্বন ডাই অক্সাইড (CO
2)
মিথেন (CH
4)
নাইট্রাস অক্সাইড (N
2O)
ওজোন (O
3)
ক্লোরো ফ্লোরো কার্বন সমূহ(CFCs)
হাইড্রোফ্লুরো কার্বন সমূহ( HCFCs and HFCs সহ)