Solution
Correct Answer: Option A
বাংলা ভাষায় আগত 'জাপানি' শব্দ:
- ক্যারাটে, রিকশা, প্যাগোডা, সুনামি, হারিকিরি।
বাংলা ভাষায় আগত ‘আরবি ভাষার শব্দ:
- আসামী, আল্লাহ, আদালত, আলেম, আদমি, ইসলাম, ইনসান, ইদ, উকিল,
- তসবি, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায়, হজ, যাকাত, হালাল, হারাম ইত্যাদি।
বাংলা ভাষায় আগত ফারসি শব্দসমূহ:
- আসমান, খোদা, গুনাহ, দোযখ, নামায, পয়গম্বর, ফেরেশতা,
- বেহেশত, রোযা, হাদিস কারখানা, চশমা, জবানবন্দি, তোশক, দফতর, দরবার ইত্যাদি।
হিন্দি ভাষা হতে বাংলা ভাষায় আগত অন্যান্য শব্দ-
- ভাই বোন, মামা, মামি, চাচা, চাচি, দাদা, দাদি, ফুফা,
- পানি, চানাচুর, ধোলাই, লাগাতার, সমঝোতা, হালুয়া ইত্যাদি।