কোনটি সার্থক বাক্যের গুণাবলীর মধ্যে পড়ে না-
Solution
Correct Answer: Option B
- একটি আদর্শ বাক্যের তিনটি বৈশিষ্ট্য বা গুণ বা লক্ষণ থাকা আবশ্যক। যথা: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
- একটি পদের পর অন্যপদ শোনার আগ্রহ (আকাঙ্ক্ষা);
- পদগুলোর মধ্যে অর্থসঙ্গতি ও সুশৃঙ্খল পদবিন্যাস (আসত্তি);
- পদগুলোর মধ্যে অর্থগত ও ভাবগত মেলবন্ধন (যোগ্যতা)।