২০২১ সালের বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
Solution
Correct Answer: Option B
দ্য ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এর Global Food Security Index 2021 প্রকাশিত হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। এতে ১১৩টি দেষ অন্তভুর্ক্ত ছিল।
এই সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থানঃ ৮৪
- শীর্ষে দেশ ঃ আয়ারল্যান্ড
- সর্বনিম্ম দেশঃ বুরন্ডি