দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে সমাধান সংখ্যা কত?
Solution
Correct Answer: Option A
- যদি দুইটি সরলরেখা সমান্তরাল হয়, তাহলে তারা কোনো বিন্দুতে ছেদ করবে না।
- দুইটি সরলরেখা আড়াআড়িভাবে কেবল ১টি বিন্দুতে ছেদ করতে পারে।
- যদি দুইটি সরলরেখা পরস্পরের উপর আপতিত হয়, তাহলে তারা অসংখ্য বিন্দুতে মিলিত হয়।
- যখন একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা আপতিত হয়, তখন সরলরেখা দুটি কার্যত এক হয়ে যায়। এ ধরনের অবস্থায় অসংখ্য সমাধান পাওয়া যায়।