বর্ষাকালে ভিজা কাপড় দেরিতে শুকায় । কারন-
A বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকে
B বাতাসে জলীয় বাষ্পের পরিমান কম থাকে
C বাতাস কম থাকে
D বৃষ্টিপাত বেশি হয়
Solution
Correct Answer: Option A
*বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কেন? বর্ষাকালে বায়ুর আর্দ্রতা খুব বেশি থাকে। ফলে বাতাসের জল শুষে নেবার ক্ষমতা খুব কমে যায়। গ্রীষ্ম বা শীতকালে বায়ুর আর্দ্রতা খুব কম থাকে তাই তাড়াতাড়ি ভিজা জামা-কাপড় শুকায় কিন্তু বর্ষাকালে শুকাতে দেরি হয়।