Solution
Correct Answer: Option D
মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় । প্রতি বছর মৌসিনরামে গড়ে ১১,৮৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয় । সেখানে চেরাপুঞ্জিতে বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১১,৭৭৭ মিলিমিটার । টটেন্ডায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১১,৭০০ মিলিমিটার । নিউজিল্যান্ডের ক্রেপ নদীর পাশ্ববর্তী এলাকাতেও বৃষ্টির হার বেশি।