পৃথিবীতে বেশী(সারাবছর) বৃষ্টিপাত হয়?

A আমাজন,ব্রাজিল

B চেরোপুঞ্জি,মেঘালয়

C লালখান,নাটোর

D মৌসিনরাম, মেঘালয়

Solution

Correct Answer: Option D

মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় । প্রতি বছর মৌসিনরামে গড়ে ১১,৮৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয় । সেখানে চেরাপুঞ্জিতে বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১১,৭৭৭ মিলিমিটার । টটেন্ডায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ১১,৭০০ মিলিমিটার । নিউজিল্যান্ডের ক্রেপ নদীর পাশ্ববর্তী এলাকাতেও বৃষ্টির হার বেশি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions