মহীসোপানের সমুদ্রের পানির গড় গভীরতা কত মিটার?
A ২০০ মিটার
B ১৫০মিটার
C ১৭০মিটার
D ২৫০মিটার
Solution
Correct Answer: Option B
- সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলে।
- এর গড় গভীরতা ১৫০ মিটার এবং গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার।
- এটি ১° কোণে ঢালু থাকে।
- ইউরোপের উত্তর-পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত।