"মন দিয়ে লেখাপড়া করা দরকার।" - এই বাক্যে কোন ধরনের অনুসর্গ ব্যবহৃত হয়েছে?
Solution
Correct Answer: Option B
- বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ দেয়, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, তাকে অনুসর্গ বলে।
অনুসর্গ ২ প্রকার:
- সাধারণ অনুসর্গ,
- ক্রিয়াজাত অনুসর্গ।
ক্রিয়াজাত অনুসর্গ:
- যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে।
- "মন দিয়ে লেখাপড়া করা দরকার।"
এখানে 'দিয়ে' শব্দটি 'দেওয়া' ক্রিয়াপদ থেকে উদ্ভূত হয়েছে এবং এটি বাক্যে অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু এটি একটি ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, তাই এটি ক্রিয়াজাত অনুসর্গ হিসেবে বিবেচিত হয়।