এই বিষয়ে আপনি মাথা ঘামাবেন না। এখানে 'মাথা' শব্দের অর্থ-

A আগ্রহ

B ভাবনা করা

C দায়িত্ব গ্রহণ

D শপথ করা

Solution

Correct Answer: Option B

বাংলা ভাষায় বিভিন্ন শব্দ সবসময় নির্দিষ্ট অর্থে ব্যবহৃত না হয়ে অনেক ক্ষেত্রে ভাবার্থরূপে প্রকাশ করা হয়। 'মাথা' শব্দটির আরও উল্লেখযোগ্য ব্যবহার-
- ছেলেটির অঙ্কে বেশ মাথা আছে(মেধা)।
- সূর্যবাবু আমাদের গ্রামের মাথা(প্রধান)।
- আদর দিয়ে দিয়ে তুমি ছেলের মাথাটি খেয়েছ (নষ্ট করা)।
- 'কার মাথার ওপর হাত বুলিয়েছ' (ফাকিঁ দেয়া)।
- আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম (শিরোধার্য করা)।
- আমার মাথা গোঁজার কোন ঠাঁই নেই (আশ্রয়)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions