‘অহোরাত্র’ কোন ধরনের সমাসের উদাহরণ?
A বহুব্রীহি সমাস
B দ্বন্দ্ব সমাস
C তৎপুরুষ সমাস
D কর্মধারয় সমাস
Solution
Correct Answer: Option B
• নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব:
যে দ্বন্দ্ব সমাস কোনো নিয়ম মানে না তাকে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস বলে। যেমন:
- অহঃ ও নিশা = অহর্নিশ।
- অহঃ ও রাত্র = অহোরাত্র।
- দিবা ও রাত্রি = দিবারাত্র।
- কুশ ও লব = কুশীলব।